ভেঙে পড়া সেতুর উপর থেকে লরি তিনটি সরিয়ে নিলে ঝুঁকি নিয়ে পারাপার

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : ভাগা-শেরখান রোডে ভেঙে পড়া সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দক্ষিণ ধলাইয়ের তিন জিপির হাজার হাজার লোক। শনিবার রাতে বিধ্বস্ত সেতুর উপর থেকে দু’টি টিপার ও সিমেন্ট বোঝাই লরি সরিয়ে নিতে সক্ষম হয় প্রশাসন। রবিবার সকাল থেকেই ভাঙা সেতু দিয়ে হেঁটে পার সাধারণ মানুষ।

এদিকে, গাড়ি সরানোর পর সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা পৌঁছে সেতুর পিলারের টাস্টার অর্থাৎ সিমেন্ট সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করছেন। নৌকায় রুকনি নদী পারাপার হওয়ার দরুন আইডব্লুটি বিভাগের কর্মকর্তারা লাইফ জ্যাকেট নিয়ে পৌঁছেছেন। কিন্তু সাধারণ মানুষ সময় বাঁচাতে গিয়ে ভাঙ্গা সেতুর উপর দিয়ে ভাগা বাজারে পৌঁছাচ্ছেন। চলাচলে সামান্য অসাবধানতার ঘটলে যেকোনো সময় ভয়ঙ্কর বিপদ হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা।

ভেঙে পড়া সেতুর উপর থেকে লরি তিনটি সরিয়ে নিলে ঝুঁকি নিয়ে পারাপার
লাইফ জ্যাকেট নিয়ে আইডব্লুটি কর্মীরা।

এদিকে, অবৈধভাবে সেতুর উপর দাঁড় করিয়ে রাখা সিমেন্ট বোঝাই লরির বিরুদ্ধে এখনও কোন আইনি পদক্ষেপ করা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। সিমেন্ট বোঝাই লরিটির মালিক বা সিমেন্ট গুলো আসলে কার এ নিয়ে জোর প্রশ্ন উঁকি মারছে স্থানীয়দের মনে। বিভিন্ন জন বিভিন্ন মত তুলে ধরছেন। কেউ বলছেন প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ কোন ব্যক্তির আবার কেউ কেউ বলছেন স্থানীয় কোন এক ঠিকাদারের। তবে এ নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার বিকাল থেকে এই সেতুর উপর অত্যাধিক সিমেন্ট বোঝাই একটি লরি দাঁড় করিয়ে রাখায় ও রাত ৯ টা নাগাদ অত্যাধিক পাথর বোঝাই দু’টি টিপার একই সঙ্গে পার হওয়ার সময় তিনটি গাড়ির ওজনের ভার ধরে রাখতে না পেরে সেতুটির পূর্ব দিকের অংশ ভেঙে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ভেঙে পড়া সেতুর উপর থেকে লরি তিনটি সরিয়ে নিলে ঝুঁকি নিয়ে পারাপার
ভেঙে পড়া সেতুর উপর থেকে লরি তিনটি সরিয়ে নিলে ঝুঁকি নিয়ে পারাপার

Author

Spread the News