গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে আদালত, বলল সুপ্রিম কোর্ট
২৯ জুলাই : নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা। আইন মেনে তাদের কাজ করা উচিত। তবে বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে গিয়ে গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। সোমের পর মঙ্গলবারও বিহারের এসআইআর-কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, দু’দিন ধরে ১২, ১৩ অগাস্ট এই মামলার শুনানি হবে। তার আগে ৮ অগাস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে।
এদিন মামলাকারী পক্ষের হয়ে শীর্ষ আদালতের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ। শুনানির সময় তাঁরা বিহারের খসড়া তালিকা নিয়ে ফের অভিযোগ তোলেন। এর ফলে অনেকে নিজেদের ভোটদানের অধিকার হারাবেন বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ, খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ মানুষকে বাদ দেওয়া হচ্ছে। কমিশন বলছে, তাঁরা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। শীর্ষ আদালত সিব্বল এবং ভূষণের উদ্দেশে বলে, ‘মৃত বলে দেখানো হচ্ছে, অথচ জীবিত, এমন ১৫ জনকে নিয়ে আসা হোক। তারপর আমরা দেখছি।’ বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘তারা (নির্বাচন কমিশন) যে মুহূর্তে (এসআইআর) বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবে, আমরা হস্তক্ষেপ করব।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।
