রকিবুলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কং : ভূপেন

পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে ‘উঠোনে উঠোনে কংগ্রেস’ কর্মসূচি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : অসমে বিজেপির জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী হচ্ছে। তাই নিজেদের ক্ষমতা ধরে রাখতে বাহুবল ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভোটে জিততে চাইছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার এমনই অভিযোগ আনলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে ‘উঠোনে উঠোনে কংগ্রেস’ কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভূপেন বরা। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে সাংসদ রকিবুল হোসেনের ওপর দলবদ্ধ আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গণতন্ত্রে বাহুবল বা ধনবল দিয়ে জেতা সম্ভব নয়।”

রকিবুলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কং : ভূপেন

তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেন, “অসমে শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়েছে, যা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতার ফল। “ভূপেন বরার অভিযোগ, রাজ্যে বেকারত্ব বাড়ছে, কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। অথচ, এসব গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতে বিজেপি সরকার রাজনৈতিক হিংসার আশ্রয় নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি সাংসদ রকিবুল হুসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে কংগ্রেস গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে।”

রকিবুলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কং : ভূপেন
রকিবুলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কং : ভূপেন

এদিনের সভায় কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে মণিপুরি মৃদঙ্গ বাজিয়ে, গামছা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দলের কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস কর্মীদের আগামী পঞ্চায়েত নির্বাচনে শক্তিশালীভাবে মাঠে নামার আহ্বান জানান। অসমের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। একদিকে, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লাগাতার আক্রমণ, অন্যদিকে আসন্ন নির্বাচন সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোনদিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Author

Spread the News