মেয়েরা শিক্ষিত হলে শুধু পরিবার নয় একটি সমাজ শিক্ষিত হয়, অভিমত

প্রেসিডেন্সি গার্লস কলেজের দ্বারোদ্ঘাটন_____

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : বরাক তথা দক্ষিণ কাছাড় মেয়েদের শিক্ষা গ্রহণের সুবিধার্থে প্রেসিডেন্সি গার্লস কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করল প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষ। রবিবার উত্তর কৃষ্ণপুর এলাকায় গার্লস কলেজের নয়া ভবনের আনুষ্ঠানিক ভাবে দ্বারোদ্ঘাটন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া, সাময়িক প্রসঙ্গ এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ডাঃ সামসুর রহমান লস্কর, শিক্ষাবিদ ড০ ইবাদুর রহমান, জিপি সভাপতি ফরিদা পারভিন লস্কর, অধ্যাপক খালেদ আহমেদ মজুমদার, অধ্যাপক হুমায়ন কবীর, অধ্যাপক দিলোয়ার আহমেদ খান, হবিবুর রহমান বড়ভূইয়া, মতিউর রহমান মাঝারভূইয়া, বদরুল হক মজুমদার, সালেহ আহমেদ মজুমদার, ড০ আব্দুল মান্নান কুরেয়েসি, আইনজীবী রশিদ আহমেদ লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ দিন নয়া ভবনের দ্বারোদ্ঘাটন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া বক্তব্যে বলেন, সামাজিক ও ভ্রান্ত কারণে আজও শিক্ষার ক্ষেত্রে মুসলিম মহিলারা অনেক পিছিয়ে রয়েছে। মহিলারা শিক্ষিত হলে শুধু পরিবার নয় একটি সমাজ শিক্ষিত হয়। তিনি বলেন, ইসলামে নারী ও পুরুষের সমান হারে শিক্ষা গ্রহণের কথা রয়েছে। তিনি প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষের এহেন উদ্যোগের প্রশংসা করে আগামীতে এই কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হোক এই আশা ব্যক্ত করেন।

মেয়েরা শিক্ষিত হলে শুধু পরিবার নয় একটি সমাজ শিক্ষিত হয়, অভিমত
বক্তব্য রাখছেন তৈমুর রাজা চৌধুরী।

সভায় তৈমুর রাজা চৌধুরী বলেন, সমাজে শিক্ষার প্রসারের ক্ষেত্রে অন্যতম হচ্ছে মহিলা অর্থাৎ মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। যদিও সেক্ষেত্রে আজ আমাদের বহু দেরি হয়েছে। আজ বহু অভিভাবক তাদের মেয়েকে শিক্ষাদানের ক্ষেত্রে এগিয়ে এসেছেন। তার প্রমাণ পাওয়া যায় শিলচর উইমেন্স কলেজে। কলেজে পঞ্চাশ শতাংশের মতো মুসলিম মেয়েরা শিক্ষার্থী হিসেবে রয়েছে। তিনিও একই কথা বলেন, মেয়েরা শিক্ষিত হলে গোটা সমাজ পরিবর্তন হয়। তিনি বেগম রোকেয়ার ইতিহাস তুলে ধরে বলেন, আজ তা তিনি নিশ্চয় খুশি হতেন। বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ। বক্তব্যে তিনি কলেজের সুনাম যেন আরও যেন বৃদ্ধি পায় এ কামনা রাখেন।

মেয়েরা শিক্ষিত হলে শুধু পরিবার নয় একটি সমাজ শিক্ষিত হয়, অভিমত
ডাঃ সামসুর রহমান লস্কর বক্তব্য রাখছেন।

সভায় জিপি সভাপতি ফরিদা পারভিন বলেন, শিক্ষার ক্ষেত্রে মুসলিম মেয়েদের যে অভাব তা দুর করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে কলেজ। ডাঃ সামসুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ভাল করে পড়াশোনা করলে কেউ আটকাতে পারে না। কার কি ধর্ম সেটা বিচার হয় না, বিচার হয় দক্ষতা ও বুদ্ধিমত্তা। এ ছাড়া বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড০ ইবাদুর রহমান সহ অন্যান্যরা। এ দিন ফিতা কেটে ভবনের দ্বারোদ্ঘাটন করেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া। এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ তাদের নুতন ভবনে এক ইফতার মহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, এ বছর শুধু হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষে ভর্তি করা হবে। তিনটি বিভাগ যথাক্রমে কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ রয়েছে।

Author

Spread the News