সোনাবাড়িঘাটে আইইসি প্রচারাভিযান
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : আইইসি প্রচারাভিযানের অধীন সোনাবাড়িঘাটে এক সচেতনতা সভার আয়োজন করে নিউ ইয়ং স্টার ক্লাব। কৃপা ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মিঠুন রায়। মূলত গ্রাম-শহরে মাদকের প্রকোপ বেড়ে যাওয়ায় এইডস থেকে শুরু করে নানা রোগের প্রাদুর্ভাব বেড়ে উঠেছে। এর থেকে সমাজকে রক্ষা করতে গোটা রাজ্যে এই প্রচার চলছে। প্রচারাভিযানের মূল কার্যক্রম ছিল জনগণকে সচেতন করা। সভায় মিঠুন রায় বক্তব্যে এইচআইভি, এইডস, এসটিআই, টিবি, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ইনজেক্টিং ড্রাগ ব্যবহার আইসিটিসি, পিপিটিসিটি এবং ওএসটি সুবিধা ও সংযোগের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়গুলোর উপর সচেতন করেন। এ দিন সাধারণ জনগণ ও যুবকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধমূলক অভ্যাস প্রচারের জন্য আইইসি উপকরণ বিতরণ করা হয়।
এ দিন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সভাপতি জামাল উদ্দিন, উপদেষ্টা সমসুর উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আনসার মিয়া, কার্যকরী সভাপতি আবিদুর রহমান প্রমুখ। এ ছাড়া ডিস্ট্রিক্ট সাপোর্ট টিমের পক্ষে খাইরুল বড়ভূইয়া, তৈমুর রাজা চৌধুরী, জয়দীপ চৌহান ও সুস্মিতা দাস উপস্থিত ছিলেন। এ দিন প্রথমে সোনাবাড়িঘাট বাইপাস পয়েন্টে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।