ইচাবিল চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড: পুড়ে ছাই দুটি বসতঘর, সর্বস্ব হারিয়ে পথে বসা পরিবার

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২২ জুলাই : বৃষ্টিভেজা রাতের নীরবতাকে ছিন্ন করে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছাই হয়ে যায় দু’টি ঘর, বৃষ্টির জল নিভাতে পারেনি সেই আগুন এক রাতেই নিঃস্ব হলো ইচাবিল চা বাগানের এক দরিদ্র পরিবার। স্বপ্ন ভেঙে ছাই এক দরিদ্র পরিবারের! শুধু বাঁচলো প্রাণ! ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে করুণ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাজারিছড়া থানার অন্তর্গত ইচাবিল চা বাগানের পুঠিয়াখাল নতুন লাইনে। ভয়াবহ ওই আগুনে গৃহস্থ অর্জুন পাশির দু’টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং একটি যাত্রীবাহী অটোরিকশাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার বিবরণে গৃহকর্তা অর্জুন পাশি জানান, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে পরিবারের সকলেই ঘুমে ছিলেন। হঠাৎ পাশের লোকজনের চিৎকারে ঘুম ভেঙে তাঁদের ঘরে আগুন লাগার খবর জানতে পারেন। মুহূর্তের মধ্যে ছোট ছোট সন্তানদের নিয়ে কোনোমতে ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তখনই দেখতে পান রান্নাঘর সম্পূর্ণ আগুনে জ্বলছে।

স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে উদ্যোগী হন এবং বাজারিছড়া থানাসহ পাথারকান্দি অগ্নিনির্বাপণ কেন্দ্রে খবর দেওয়া হয়। তবে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে মূল বসতঘরে। রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার লিক করে আগুন আরও তীব্র হয়ে ওঠে, যা আগুন নিয়ন্ত্রণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।

অবশেষে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গৃহকর্তা জানান, আগুনে তার প্রায় ২৫ লক্ষাধিক টাকার সম্পত্তি ছাই হয়ে গেছে।

এদিকে, অভিযোগ উঠেছে আগুন লাগার খবর পাওয়ার পর লোয়াইরপোয়া এপিডিসিএল অফিসের এসডিই-কে ফোন করে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার অনুরোধ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হেল্পলাইনে যোগাযোগ করে লাইন কাটা হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধে এই দেরি অগ্নিকাণ্ডকে আরও মারাত্মক করে তোলে বলে অভিযোগ স্থানীয়দের।

বর্তমানে এই পরিবারটির ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। একইসঙ্গে তাঁরা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা শাসক ও পাথারকান্দি সার্কেল অফিসারের কাছে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।

খবর পেয়ে লোয়াইরপোয়া জেলা পরিষদের সদস্য স্বপনকুমার দাস ও স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি রতন কুর্মি রাতেই ঘটনাস্থলে পৌঁছান। বাজারিছড়া থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এই করুণ পরিস্থিতিতে মানবিক সহায়তা যেন দ্রুত পৌঁছায়, সেই আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Spread the News
error: Content is protected !!