জাতপাতের কথা মাথা রেখে কাজ করি না : সুজাম

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : “আমি বিধায়ক থাকাকালীন সড়ক যোগাযোগের উপরই সর্বাধিক প্রধান্য দিয়েছি। কাজ করার ক্ষেত্রে কোন সময়ই জাতপাতের কথা মাথা রাখিনি”। কেন্দ্রের উন্নতি আমার শেষ কথা। এ কথা গুলো বললেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। কাটলিছড়া কেন্দ্রের নিস্কর ৬নং জাতীয় সড়কের শিববাড়ি থকে নদীর ঘাট পর্যন্ত পূর্ত বিভাগের সড়কের শিলান্যাস করা হয় রবিবার। আরআইডিএফ তহবিল থেকে ১ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই সড়ক।

কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সড়কের শিলান্যাস করে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়ে বলেন তিনি পর পর দুইবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিধায়ক হওয়ার পর থেকেই তিনি সড়ক যোগাযোগের উপর গুরুত্ব দিয়ে গেছেন। কাটলিছড়ার প্রতিটি এলাকায় তিনি সড়ক নির্মান করেছেন। বিধায়ক হিসাবে তিনি কোনো দিনই এলাকার মানুষের জাতপাত দেখে কাজ করেননি। কিভাবে কেন্দ্রের উন্নতি করা যায় সেই লক্ষেই কাজ করে চলছেন। তিনি নিস্কর সড়কের জন্য তিনি দুইবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কাজ অনুমোদন করান। বর্তমান সরকার বাগান এলাকার জন্য সড়ক প্রকল্প হাতে নিয়েছে। বর্তমানে তার বিধানসভা এলাকায় নয়টি বাগান রয়েছে। এই নয়টি বাগান সড়ক নির্মান প্রকল্পের আওতায় যাতে আনা যায় সেই নিয়ে তিনি সক্রিয় রয়েছেন বলে জানান। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর, এআইইউডিএফ কর্মী সাদুল্লা চৌধুরী, প্রাক্তন শিক্ষক সাধন কর প্রমুখ।
প্রতিবেদক : এবি লস্কর, লালা।

Author

Spread the News