‘আমি বেঁচে আছি’ জানালেন পুনম

৩ ফেব্রুয়ারি : সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মৃত্যুর খবর ভুয়ো (fake)–শনিবার সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েই সেই কথা ঘোষণা করলেন বলিউডের মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। শুধু তাই-ই নয়, নিজের মৃত্যুর ‘ফেক নিউজ়’ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করলেন ৩২ বছর বয়সি পুনম।

শুক্রবার পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছিলেন ম্যানেজার পারুল চাওলা। ২৪ ঘণ্টা পর ‘মৃত’ পুনম পাণ্ডে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত হয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে সমাজ মাধ্য়ম। তবে শনিবার, ইনস্টগ্রাম ভিজিয়োর মাধ্যমে পুনম বার্তা দিয়েছেন, সার্ভাইকাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল তাঁর ভুয়ো মৃত্যুর ঘোষণার কারণ।

পুনম তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, “আমি বেঁচে আছি। সার্ভাইকাল ক্যানসারে আমার মৃত্যু হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কথা সেই সব মহিলাদের ক্ষেত্রে বলতে পারব না, যাঁরা সার্ভাইকাল ক্যানসারের কারণে মারা গিয়েছেন। তাঁদের কিছু করার ছিল না কারণ, এই ক্যানসার সম্পর্কে ধারণা কম সকলের। এখানে এসে আমি এটাই বলতে চাই যে, সার্ভাইকাল ক্যানসার থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য কিছু পরীক্ষা করাতে হয় শুরুতেই। এইচপিভি ভ্যাকসিন নিতে হয় সময় মতো…” খবর : tv9 বাংলা।

Author

Spread the News