বড়খলায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : লোমহর্ষক ঘটনা ঘটল বড়খলার চন্দ্রনাথপুরের ধলছড়ায়। এক ব্যক্তি স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে বৃহস্পতিবার রাতে। স্থানীয়দের বয়ান মতে জানা যায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। একসময়ে স্বামী বুলু গোয়ালা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু ঘটে পিনি গোয়ালা নামে গৃহবধূর। এদিকে, গ্রামরক্ষী বাহিনীর তরফে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বড়খলা থানার পুলিশ বাহিনী। রাতেই আটক করে থানায় নিয়ে যান হত্যাকাণ্ডে জড়িত বুলু গোয়ালাকে।

স্থানীয়রা জানান, বুলু প্রতিদিন মদপান করে ঘরে ফিরে স্ত্রীর ওপর নির্যাতন চালাত। কখনও লাঠি আবার দা নিয়ে ধমক দেখাতো। আর বৃহস্পতিবার রাতেই এই নৃশংসকাণ্ডটি ঘটায় বুলু গোয়ালা।

বড়খলায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী
বড়খলায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী
Spread the News
error: Content is protected !!