বিভিন্ন স্তরের শতাধিক লোক বিজেপিতে যোগদান
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : শিলচর ইটখোলা কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক সভায় বিভিন্ন স্তরের শতাধিক পুরুষ ও মহিলা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। শুক্রবার জেলা সভাপতি রূপম সাহা দলীয় উত্তরীয় পরিয়ে নবাগতদের দলে স্বাগত জানান হয়।
বিজেপি কর্মী অরবিন্দ দাস ও রাহুল ভট্টাচার্যের নেতৃত্বে মণিপুরি সম্প্রদায়ের লোক ও অবসরপ্রাপ্ত তিনজন সেনা জওয়ান ও দু’জন স্কুল কর্মী সহ শতাধিক লোক বিজেপিতে যোগ দেন। তাদের যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদী জেলা বিজেপির কর্মকর্তারা। যোগদান অনুষ্ঠানে সুব্রত দাস, প্রতাপ সিনহা, উজ্জ্বল ভট্টাচার্য, সজলকান্তি দাস, অজিত ভট্টাচার্য, বানীভূষণ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।