হুমায়ুনের দরগার ছাদ ভেঙে কমপক্ষে পাঁচজনের মৃত্যু

হুমায়ুনের দরগার ছাদ ভেঙে কমপক্ষে পাঁচজনের মৃত্যু

১৫ আগস্ট : দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত কয়েকশো বছরের পুরনো হুমায়ুনের স্মৃতিসৌধের কাছে দরগার ছাদ ভেঙে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সমাধিক্ষেত্রের দরগার ছাদ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ৮ থেকে ৯ জন।

হুমায়ুনের সমাধিতে কর্মরত বিশাল কুমার জানান, প্রবল শব্দ শোনার পরই আমরা যারা আটকে পড়েছন তাদের উদ্ধারে হাত লাগাই, ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফের কর্মীরাও এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। হুমায়ুনের সমাধি স্মারকটি ষোলো শতকে তৈরি। প্রতিদিনই অনেক পর্যটক এটিকে দেখতে আসেন। হুমায়ুনের এই সমাধি চত্ত্বরেই রয়েছে পাত্তে শাহ দরগা। এই দরগারই ছাদের একাংশ এদিন ভেঙে পড়ে।

হুমায়ুনের দরগার ছাদ ভেঙে কমপক্ষে পাঁচজনের মৃত্যু

ইউনেস্কোর ‘হেরিটেজ স্থাপত্যে’র তালিকায় রয়েছে দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুনের এই সমাধিক্ষেত্রটি। ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল্লি দখল করেছিলেন মোগল সম্রাট বাবর। তার হাত ধরেই ভারতে মোগল শাসনের সূচনা বলা যেতে পারে। কিন্তু বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন শের শাহের কাছে হেরে ভারত ছেড়ে পালিয়ে যান। কিন্তু শের শাহের মৃত্যুর পর ফের দিল্লি দখল করেন হুমায়ুন। ১৫৫৬ সালে হুমায়ুনের মৃত্যু হয়। ১৫৬২ সালে তাঁর স্ত্রী হামিদা বানু বেগম বুখারা বেলেপাথরের এই সমাধিক্ষেত্রটি তৈরি করেন। যা যুগযুগ ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে।

Spread the News
error: Content is protected !!