ঘণ্টার পর ঘণ্টা নেই বিদ্যুৎ, সরব এসইউসিআই
বরাক তরঙ্গ, ১ আগস্ট : নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল (APDCL) ডিভিশন- ১ এর এজিএমের কাছে প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে বিগত কয়েক দিন ধরে কাছাড় জেলার বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ কর্তন করা হচ্ছে। এরফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা, ছোট ও মাঝারি শিল্প কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ নাজেহাল হচ্ছেন। জেলার যেসব এলাকায় ইতিমধ্যে প্রিপেড স্মার্ট মিটার বসানো হয়েছে সেখানে জনগণ বিদ্যুৎ ব্যবহারের পূর্বেই অগ্রিম টাকা দিয়ে রিচার্জ করেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারের পক্ষে থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে কিন্তু আজ এর সম্পূর্ণ বিপরীত ছবি দেখতে পাওয়া যাচ্ছে। গত কয়েক মাস আগে সরকারের পক্ষ থেকে বলা হয় যে এপিডিসিএল এখন লাভজনক সংস্থা তাহলে জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে না কেন?
স্মারকপত্র প্রদান কালে উপস্থিত SUCI দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ দিলীপ কুমার নাথ, গৌর চন্দ্র দাস প্রমুখ বলেন বিদ্যুৎ সরবরাহ নিয়মিত না হওয়ায় জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে তা যেকোনও সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাঁরা বলেন বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করার ব্যবস্থা গ্রহণ করা না হলে ভুক্তভোগী জনগণের স্বার্থে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।