কালী পূজায় উপলক্ষে মাতৃশক্তির ছয়দিন ব্যাপী কর্মসূচি

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : নতুন বাজার শ্মশানঘাট সর্বজনীন কালী পূজার জোর প্রস্তুতি চলছে। মাতৃশক্তি ক্লাবের পরিচালনায় এবার ২১তম কালী পূজা অনুষ্ঠিত হবে। এবার কালী পূজা ও মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছয় দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পূজা পরিচালনা কমিটির কর্মকর্তারা। পূজা কমিটির সভাপতি অশোক গোয়ালা, সদস্য তুষারবরণ নাথ সহ অন্যান্যরা জানান, অন্যান্য বছরের মত এবারও সুসজ্জিত মণ্ডপ ও আকর্ষণীয় আলোকসজ্জা রয়েছে। বুধবার সন্ধ্যা সাতটা থেকে শ্যামা সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীপূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীত শ্যামা সঙ্গীতের ঐ থাকবে ঢাকীর দল। শুক্রবার ভোর চারটা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে। এদিন সন্ধ্যায় থাকছে শ্যামা সঙ্গীত। শনিবার সন্ধ্যায় কচিকাঁচাদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

রবিবার নৃত্য প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার থাকছে প্রতিষ্ঠা পূজা ও কীর্তন। ঐতিহ্যবাহী নতুন বাজার শ্মশান কালী মন্দিরের পূজা ও অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেন গোয়ালা, নিরুপম মিত্র, মন্দিরের পূজারী সতীশ মিশ্র, চন্দন গোয়ালা ও মণীষ কৈরি।

কালী পূজায় উপলক্ষে মাতৃশক্তির ছয়দিন ব্যাপী কর্মসূচি
কালী পূজায় উপলক্ষে মাতৃশক্তির ছয়দিন ব্যাপী কর্মসূচি

Author

Spread the News