৫০ শয্যার আইসিইউ-র কাজ দ্রুত সম্পন্ন করতে ডিসির সঙ্গে সাক্ষাৎ  হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : শিলচর সিভিল হাসপাতালের প্রস্তাবিত ৫০ শয্যার আইসিইউ এর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির এক প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন।  বৃহস্পতিবার দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, অন্যতম আহ্বায়ক সুরজিৎ সোম এবং কার্যকরী কমিটির সদস্য কৃশানু ভট্টাচার্য জেলা কমিশনারের সঙ্গে আলোচনাকালে বলেন, দীর্ঘদিন ধরে এই কাজ করা হবে বলা হলেও তা আটকে রয়েছে। দাবি কমিটির পক্ষ থেকে পিডাব্লিউডি এর বিল্ডিং ডিভিশনের সহ কার্যকরী প্রকৌশলী সঙ্গে এব্যাপারে কয়েকবার সাক্ষাৎ করে। কিন্তু প্রতিনিধিদের বার বার একই কথা বলা হয় যে টেন্ডার কমিটির হাতে ফাইল রয়েছে। তবে কখন তা হবে তারা জানেন না। আজ তাই দাবি কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এছাড়াও প্রতিনিধিরা জানান এই হাসপাতালে বিশেষ করে আর্থিক দিক থেকে দুর্বল মানুষেরা চিকিৎসা করানোর সুযোগ পান। কিন্তু এই হাসপাতালে গুরুত্বপূর্ণ কিছু বিভাগ যথাক্রমে সার্জারি, চক্ষু, অর্থপেডিক্স ইত্যাদিতে কোনও চিকিৎসক নেই। ফলে রোগীদের অসুবিধা হচ্ছে। এসব বিভাগে চিকিৎসক নিয়োগের দাবি প্রতিনিধিরা জেলা আয়ুক্তকে জানান। এছাড়াও রেডিওলজিস্টের অভাবে বিনামূল্যে সনোগ্রাফির সুযোগ থেকে রোগীরা যে বঞ্চিত হচ্ছেন সে প্রসঙ্গেও অবগত করানো হয়। সিভিল হাসপাতালের ব্লাড কম্পনেন্ট সেপারেশন মেশিন প্রতিস্থাপন ও জাইকার অধীনে হাসপাতালের আধুনিকিকরণের কাজ কেন আটকে রয়েছে তাও কমিশনারের কাছে তুলে ধরা হয়। আলোচনা শেষে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিনিধিদের জেলা কমিশনার আশ্বাস প্রদান করেন।

৫০ শয্যার আইসিইউ-র কাজ দ্রুত সম্পন্ন করতে ডিসির সঙ্গে সাক্ষাৎ  হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির
৫০ শয্যার আইসিইউ-র কাজ দ্রুত সম্পন্ন করতে ডিসির সঙ্গে সাক্ষাৎ  হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির

Author

Spread the News