ঈদের দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা শিলচর বাইপাসে

ঈদের দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা শিলচর বাইপাসে

বরাক তরঙ্গ, ১৭ জুন : শিলচর বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। ঈদের দিনের সকালে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়িঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়ির সঙ্গে টিপারের সংঘর্ষ হয়। উল্টো দিক থেকে আসা টিপারটি পাশ কেটে যাওয়ার সময় অল্টোকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় অল্টোটি।

ঘটনার পালিয়ে যায় টিপার। অল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয়। মাথায়, পায়ে এবং বুকে মারাত্মক চোট লেগেছে বলে জানিয়েছেন চালক সানাই মিয়া চৌধুরী। তাঁর বাড়ি রামনগর ষষ্ঠ খণ্ডে।

Author

Spread the News