সাত জন শিক্ষক শিক্ষিকাকে কৃতী শিক্ষক সম্মাননা হদয়ের

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবসে সাত জন শিক্ষক-শিক্ষিকাকে কৃতী শিক্ষক সম্মাননা ২০২৫ প্রদান করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থ। শুক্রবার সংস্থার কর্মকর্তারা শিলচরের ছয়টি স্কুলের সাত জন শিক্ষক-শিক্ষিকার হাতে ‘কৃতী শিক্ষক সম্মাননা ২০২৫’ তুলে দেন। প্রত্যেকটি স্কুলে হৃদয়ের সদস্য সদস্যরা নিজে উপস্থিত থেকে সেইসব সম্মাননা গুলো দেন।
সম্মাননাপ্রাপ্তরা হলেন শিলচর হ্যাপি চাইল্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ তাপসী দত্ত শিলচর কলেজিয়েট হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত, ১৩৩৩ নং মহামায়া এলপি স্কুল রংপুর শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, ১১০০ নম্বর চৈতন্যনগর পাঠশালার প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন নাথ এবং রামানুজ বিদ্যামন্দির হায়ার সেকেন্ডারি স্কুলের দুইজন শিক্ষিকা দেবশ্রী দে ও প্রিয়ঙ্কা চৌধুরী।

অনুষ্ঠান সফল করে তুলতে সব কয়টি স্কুলের কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংস্থার তরফে উপস্থিত ছিলেন ডাঃ অজিতকুমার ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা  বিভাগের অধ্যাপক তথা হৃদয়ের মুখ্য উপদেষ্টা ড. বিশ্বতোষ চৌধুরী। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য ও রাখেন ডাঃ অজিত কুমার ভট্টাচার্য ও ড. বিশ্বতোষ চৌধুরী l এ ছাড়া ও উপস্থিত ছিলেন হৃদয়ের সহ-সভাপতি উৎপল দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংস বণিক সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, উপদেষ্টা কঙ্কন ভট্টাচার্য, সদস্য রিঙ্কু কুণ্ডু ও দেবাশিস কুণ্ডু।

Spread the News
error: Content is protected !!