সম্মাননা অনুষ্ঠান হৃদয়ের, পড়ুয়াদের মধ্য়ে পুস্তক ও ব্যাগ বণ্টন

বরাক তরঙ্গ, ৬ জুলাই : রবিবার শিলচরের হৃদয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানে রবিবার উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসকদের সম্মান জানানো হয়। পাশাপাশি, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মোট ৩০ জন ছাত্রছাত্রীকে পুস্তক ও ব্যাগ উপহার হিসেবে প্রদান করা হয়।

সংস্থার অন্যতম কোষাধক্ষ্য রাতুল ভট্টাচার্য জানান, হৃদয় প্রতিবছর সমাজসেবামূলক এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে। তিনি বলেন, “আজ আমরা ১০ জন ছাত্রছাত্রীকে বই এবং ২০ জন খুদে ছাত্রছাত্রীকে ব্যাগ সহ অন্যান্য শিক্ষা সামগ্রী উপহার দিয়েছি। আমাদের এই ছোট উপহারগুলো তাঁদের উৎসাহ বাড়াতে সাহায্য করে এবং বহু ক্ষেত্রে কাজে লাগে।”

সম্মাননা অনুষ্ঠান হৃদয়ের, পড়ুয়াদের মধ্য়ে পুস্তক ও ব্যাগ বণ্টন

অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাস এবং ডাঃ অজিত ভট্টাচার্য-কে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও শিক্ষা জগতে অবদানের জন্য সম্মান জানানো হয় অসীমকুমার দেব ও সর্বাণী আচার্য। অনুষ্ঠানে দুই রক্তদাতা সৌমিত্র দত্তরায় ও তুহিন দেশমুখকে সংবর্ধনা জানান‌ো হয়।  এছাড়া গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিভাস দেব, বর্তমান অধ্যক্ষ অপ্রতিম নাগ, শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ সুজিত তেওয়ারি, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনকে অনুষ্ঠানে সম্মান জানানো হয়।

সম্মাননা অনুষ্ঠান হৃদয়ের, পড়ুয়াদের মধ্য়ে পুস্তক ও ব্যাগ বণ্টন

সংস্থার এই সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। অধ্যাপক বিভাস দেব বলেন, “এই সংগঠনটি সারা বছর সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ায়। আমি তাঁদের কাছ থেকে সম্মান পেয়ে কৃতজ্ঞ ও আনন্দিত।” একইভাবে ডাঃ কুমারকান্তি দাস, সুজিত তেওয়ারি, বিশ্বতোষ চৌধুরী এবং অপ্রতিম নাগও হৃদয়-এর অব্যাহত সামাজিক প্রচেষ্টার প্রশংসা করেন।

সম্মাননা অনুষ্ঠান হৃদয়ের, পড়ুয়াদের মধ্য়ে পুস্তক ও ব্যাগ বণ্টন

উল্লেখ্য, হৃদয় সামাজিক সংগঠন আগেও বহু শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। সংগঠনের সদস্যরা আশাবাদী, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Author

Spread the News