ডিজে বাজিয়ে হোলির আনন্দ, সাউন্ড কমানোর কথা বলায় পিটিয়ে খুন
১৬ মার্চ : হোলির আগেরদিন থেকেই হুল্লোড় শুরু। রং খেলার পাশাপাশি গাঁক গাঁক করে ডিজে বাজিয়ে ফূর্তি করছিল একদল ছেলে। এদিকে দিন কয়েক পরেই স্কুলে পরীক্ষা। অতিরিক্ত আওয়াজের জন্য পড়াশুনাও করতে পারছিল না পড়ুয়ারা। ডিজের সাউন্ড খানিকটা কমানোর জন্য অনুরোধ করতেই বৃদ্ধের উপর হামলা। শেষমেশ পিটিয়ে খুন করা হল তাঁকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৈহার জেলায়। পুলিশ জানিয়েছে, ৬৪ বছর বয়সি মুন্না রামনগর থানার অন্তর্গত মনকিশোর গ্রামের বাসিন্দা ছিলেন। হোলির পার্টিতে ডিজের সাউন্ড কমানোর জন্য অনুরোধ করেছিলেন। তার জেরেই পিটিয়ে খুন করা হয় তাঁকে।
পুলিশ আরও জানিয়েছে, সেদিন রাতে দীপক ও তার বন্ধুবান্ধব ডিজে চালিয়ে পার্টিতে মজে ছিল। এদিকে সামনেই স্কুলে পরীক্ষা। ঠিক মতো পড়াশোনা করতে পারছিল না প্রতিবেশীদের পড়ুয়ারা। দীপকদের ডিজের আওয়াজ কমাতে বলেছিলেন শঙ্কর। সামান্য বচসার পর শঙ্করের পরিবারের উপর হামলা চালায় দীপক ও তার বন্ধুরা। মারধর করা হয় মুন্না নামের বৃদ্ধের উপরেও।

মারধরের পর ঘরে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। থানায় অভিযোগ দায়ের হতেই পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
খবর : আজকাল ডট ইন।