দোলযাত্রায় কৃষ্ণেন্দু উদ্যোগে হোলির রঙ বিতরণ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : দোলযাত্রা উপলক্ষে মীন পশু পালন ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালে নেতৃত্বে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। পাথারকান্দির বিধানসভার কেন্দ্রের চান্দখিরায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে হোলির রঙ বিতরণ করা হয়। বৃহস্পতিবার চান্দখিরা, পুতনি, মেদলি, বাঘন জিপি, বৈঠাখাল, সলগই, হাতিখিরা এবং ইচাবিল ভুবরিঘাট চা বাগানের সকল বুথ সভাপতি ও কার্যকর্তাদের হাতে হোলির রঙ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও দলীয় কার্যকর্তারা বলেন, হোলি শুধুমাত্র রঙের উৎসব নয়, এটি সম্প্রীতির প্রতীক। সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই কর্মসূচির মাধ্যমে সকলকে একত্রিত হয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা সহ দলীয় নেতৃত্বরা বলেন, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম সমাজে ঐক্য ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে সহায়ক হবে।রং বিতর অনুষ্ঠান শেষে দলীয় কর্মী ও উপস্থিত জনগণ একে অপরকে হোলির শুভেচ্ছা জানান এবং রঙের উৎসবে মেতে ওঠেন।
