সোনাইয়ে ৫০ ফুট উঁচু স্থায়ী জাতীয় পতাকা উত্তোলন পরিমলের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : গান্ধী জয়ন্তীতে সোনাই মুক্ত মঞ্চে সামনে ৫০ ফুট উঁচু স্থায়ী জাতীয় পতাকা উত্তোলন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, পুরসভার সভানেত্রী শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান সাহারুল আলম, সহ ওয়ার্ড কমিশনারগন ও পুর কর্মচারীরা। আমন্ত্রিত মুখ্য অতিথি হিসাবে পরিমল শুক্লবৈদ্য বলেন, সারা বিশ্বে অহিংসার বাণী প্রচার করেছেন। তার জন্ম দিনে সোনাই শহরে জাতীয় পতাকা উত্তোলন করে দেশে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে সোনাই। বিমলেন্দুবাবু ও পুরসভার উন্নয়নের প্রশংসা করেছেন। ভাইস চেয়ারম্যান সাহারুল এই দিনে জতীয় পতাকা উত্তোলন করতে পারায় ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া ওয়ার্ড কমিশনার নুর আহমেদ বড়ভূইয়া বক্তব্য রাখেন। পরে সাংসদ সোনাই ছাগলবাজারে পুরসভার অনুদানে নির্মিত একটি টয়লেটের উদ্ধোধন করেন। এ ছাড়া উপস্তিত চিলেন বিজেপি মণ্ডল সভাপতি ভজন সেন, সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার মীনাক্ষী নাথ, বিভাশীষ রায়, ওয়ার্ড কমিশনার প্রতিনিদি আজাদ হোসেন, রামকৃষ্ণ নাথা খিজির আহমেদ চৌধুরী সহ অনেকে।