বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : চিনের ত্রাস সৃষ্টি করা HMP ভাইরাস এবার গুয়াহাটিতে ধরা পড়েছে। এক মহিলার শরীরে ধরা পড়ে ভাইরাসটি। ৭৫ বছর বয়সী মহিলা আক্রান্ত হন এইচএমপি ভাইরাসে।
বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত। মহিলার স্বামীরও করা হয়েছে HMPV পরীক্ষা। রাজ্যে প্রথম ধরা পড়ে ডিব্রুগড়ে।