ধলাই উপনির্বাচনে বহিরাগতকে ইস্যু করে মাঠে হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু

ধলাই উপনির্বাচনে বহিরাগতকে ইস্যু করে মাঠে হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : দু’দিন আগেই সামাজিক মাধ্যমে লাইভে এসে বিজেপি প্রার্থী ও সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে হাওয়া সরগরম করে তুলে ছিলেন। ধলাই উপনির্বাচনে ভূমিপুত্রকে মনোনয়ন না দেওয়ায় সাংসদ ও বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ ব্যক্ত করে ছিলেন হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাশ। অবশেষে নিজেই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন অমলেন্দুবাবু। বৃহস্পতিবার বহু সমর্থক নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। বহিরাগত ইস্যুকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছেন অমলেন্দু দাশ। বহিরাগত সমস্যা থেকে ধলাইবাসীকে সুবিচার পাইয়ে দিতে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন বলে জানিয়েছেন তিনি।

ধলাই উপনির্বাচনে বহিরাগতকে ইস্যু করে মাঠে হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু

মনোনয়নপত্র দাখিলের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অমলেন্দু দাশ জানান, ধলাই উপ-নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে স্থানীয়দের সঙ্গে যে অন্যায় করা হয়েছে এর সুবিচার পাইয়ে দিতে তিনি কমর কসে ময়দানে নেমেছেন। কেন্দ্রের বিভিন্ন জলন্ত সমস্যা নিয়ে তিনি উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন বহিরাগত ব্যক্তিকে প্রার্থী করে শাসক দল ধলাইবাসীর সঙ্গে অন্যায় করেছে বলে মনে করছেন তিনি। এই বহিরাগত ইস্যুতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে শাসক দলের এই সিদ্ধান্তকে স্থানীয়রা কোনভাবেই মেনে নিতে পারছেন না। শাসক দলের প্রার্থী বিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনতার ক্ষোভ আগামী ১৩ নভেম্বর ভোট বাক্সে প্রতিফলন ঘটবে বলে দাবি করেছেন তিনি। এবং এই উপনির্বাচনে ধলাইয়ের ভোটার সহ প্রত্যেক জনগণ তাঁকে আশীর্বাদ করে বিপুল ভোটে বিজয়ী করবে বলেও আশা প্রকাশ করেছেন ধলাইয়ের নির্দল প্রার্থী অমলেন্দু দাশ।

Author

Spread the News