হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহকারী ভাষার স্বীকৃতীর দাবি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : তিনটি ভাষাকে সহকারী ভাষার স্বীকৃতির দাবিতে শ্রীকৃষ্ণ রক্মিনী কলাক্ষেত্র সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্তের মারফৎ রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সংস্থার কর্মকর্তারা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহকারী ভাষা রূপে মান্যতা দেওয়ার দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রদান করেছেন। তাঁরা জানান, কারণ বিগত দিনে সংস্থার তরফে আয়োজিত সভা ও স্মারকলিপি প্রদানে দেশের রাষ্ট্রপতির তরফে দুবার সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁরা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে  বুধবার মুখ্যমন্ত্রীর বরাক সফরকে মাথায় রেখে এই স্মারকলিপি প্রদান করেছেন তাঁরা।

স্মারকলিপিতে উল্লেখিত তিনটি ভাষার মর্যাদা রক্ষায় অসম সরকার সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে, জাতীয় শিক্ষানীতি সহ জেনেভা কনভেনশনের আধারে মান্যতা প্রদানের দাবিতে সংস্থা যৌথভাবে দেশের উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অসমের রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যেও এর প্রতিলিপি প্রদান করেছে বলে জানিয়েছেন। এদিন অখিল ভারতীয় ভোজপুরি পরিষদ, বরাক হিন্দী সাহিত্য সমিতি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য অ্যাকাডেমি ও ব্রহ্মজ্যোতি মহিলা সমিতি সহ অন্যান্য সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

Spread the News