প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি নিয়োগ দিয়ে নতুন রেকর্ড গড়তে সক্ষম : হিমন্ত

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : আজ ঘোষণা করা হলো ADR পরীক্ষার ফলাফল। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, “স্বচ্ছতা, ন্যায্যতা ও মেধাকে গুরুত্ব দিয়ে আমাদের যুব প্রজন্মের নিয়োগের প্রতিশ্রুতিকে ধারা বজায় রেখে আমরা আবারও একবার তা পূরণ করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “আজ অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা (ADRE) এবং অন্যান্য পরীক্ষার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে অসম একটি নতুন গৌরব অর্জন করেছে। সরকারি নিয়োগ ব্যবস্থাই এখন স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার এক নতুন মানদণ্ড গড়ে তুলেছে।”

তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এক লক্ষ নিয়োগ দেওয়ার, কিন্তু আজ আমরা তার থেকেও অনেক বেশি নিয়োগ দিয়ে একটি নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছি। এখন আমরা প্রায় দুই লক্ষ নিয়োগের পথে সুনজরেই এগিয়ে যাচ্ছি। এটি আমাদের রাজ্যের যুবক‑যুবতীদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকৃত উদাহরণ।”

মুখ্যমন্ত্রী আরও জানান, অসমের নতুন প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য সরকার সবসময়ই এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, যাতে তাদের কঠোর পরিশ্রম নতুন অসমের সফলতার সংজ্ঞা নির্ধারণ করতে সক্ষম হয়।

Spread the News
error: Content is protected !!