সুইৎজারল্যান্ডে হিজাব- বোরখা নিষিদ্ধ, মোটা অঙ্কের জরিমানা

২২ সেপ্টেম্বর : বেলজিয়াম ও ফ্রান্সের পর এবার সুইৎজারল্যান্ড। মুসলিম মহিলাদের বোরখা পরার উপর নিষেধাজ্ঞা জারি করল আরও এক ইউরোপের দেশ। আইন ভাঙলে বিপুল অংকের জরিমানার কথাও ঘোষণা করা হয়েছে।

বুধবার সুইস পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল কাউন্সিলে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়। বিলটির পক্ষে ভোট পড়েছিল ১৫১। অন্যদিকে বিপক্ষে পড়ে মাত্র ২৯টি ভোট। উল্লেখ্য বিলটি আগেই পার্লামেন্টের উচ্চ কক্ষের অনুমোদন পেয়েছিল। সংসদে বিলটি আনে ডানপন্থী সুইস পিপলস পার্টি। যার বিরোধিতা করেছিল কেন্দ্রবাদী এবং গ্রিনসরা। নতুন আইন অনুযায়ী, ইউরোপের এই দেশে মুসলিম মহিলারা বোরখা ও নিকাব পরতে পারবেন না। বছর দুই আগে এই ইস্যুতে সুইৎজারল্যান্ডে গণভোট হয়। সেখানেই বোরখা ও নিকাব নিষিদ্ধ করার পক্ষে রায় দেয় সুইস জনতা। সামান্য ভোটে অবশ্য এর ফয়সালা হয়েছিল। প্রসঙ্গত, যে কোনও আন্দোলনের সময় প্রতিবাদীরা এই বোরখা ও নিকাব ব্যবহার করছিলেন। যা নিয়ে আপত্তি রয়েছে সাধারণ সুইস জনতার।

পার্লামেন্টের নিম্নকক্ষে বোরখা ও নিকাব সংক্রান্ত বিল পাশ হওয়ায় তা ফেডারেল আইনে পরিণত হল। এর পর থেকে সুইৎজারল্যান্ডে কোনও মহিলা বোরখা বা নিকাব পরলে তাকে এক হাজার ফ্রাঙ্ক জরিমানা দিতে হবে। যা প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় টাকার অংকটা প্রায় দেড় লাখ  হাজার টাকার কাছাকাছি। নতুন আইন অনুযায়ী, সুইৎজারল্যান্ডের কোনও প্রকাশ্য জায়গায় নাক, মুখ ও চোখ ঢেকে কেউ বের হতে পারবেন না। সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রেও বোরখা বা নিকাব পরা যাবে না। সূত্র : রিডমিক নিউজ।

Author

Spread the News