হাইলাকান্দিতে জাতীয় ক্রীড়া দিবসে ‌শোভাযাত্রা

জনসংযোগ, হাইলাকান্দি।
হাইলাকান্দি ২৯ আগস্ট : হাইলাকান্দি জেলায়ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শুক্রবার থেকে  প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন কার্যসূচি শুরু হয়েছে। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্ম দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া  দিবসের প্রথম দিনের কার্যসূচি অনুসারে শুক্রবার ভোর ছয়টায় হাইলাকান্দি শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে জেলা আয়ুক্ত অভিষেক জৈন পতাকা নেড়ে  শোভাযাত্রার  সূচনা করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা এবং প্রবীণ নাগরিকরাও এই শোভাযাত্রায় সামিল হন। এতে অন্যান্যদের মধ্যে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা অংশ নেন।

শুক্রবার এই উপলক্ষে টাউন হলে যোগাব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। এতে প্রবীন নাগরিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা এবং আধিকারিক ও কর্মচারীরা অংশ নেন। এরপর টাউন হলে  দাবা খেলার এক  প্রদর্শন প্রদর্শনী মূলক ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফিট ইন্ডিয়া মুভমেন্টের শপথ গ্রহণ করা হয়। বিদ্যালয়গুলির মর্নিং এসেম্বলিতে মেজর  ধ্যানচাঁদের জীবনের উপর আলোকপাত করে বক্তব্য পেশ করা হয়। এছাড়া বিদ্যালয়ে গুলিতে খেলাধুলারও আয়োজন করা হয়। শনিবার এই উপলক্ষে লালা রুরাল কলেজের মাঠে বিকেল চারটায় এক প্রীতি হকি ম্যাচের আয়োজন করা হয়েছে। এরপর রবিবার সকাল সাড়ে আটটায় একটি সাইকেল র‍্যালিও ডিসি অফিস থেকে সকাল সাড়ে আটটায় বের করা হবে।

Spread the News
error: Content is protected !!