হাইলাকান্দিতেও সরকারি মীন মহালে প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ

হাইলাকান্দিতেও সরকারি মীন মহালে প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : হাইলাকান্দি জেলার জলাশয়, বিল, নদী ইত্যাদিতে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশে ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মাছ ধরা সম্পর্কে ফিশারি রুল এর সংশ্লিষ্ট ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন থেকে জারি করা এক আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা সার্কল অফিসার এবং থানার ওসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে জেলা জুড়ে অভিযান শুরু হবে।

উল্লেখ্য, ফিশারি রুলস ২৩ এর অধীনে মাছ ধরার জাল এর ঘাই ৭ সেন্টিমিটার ও ১৪ সেন্টিমিটারের নিচের জাল দিয়ে মীন মহালে মাছ ধরা নিষিদ্ধ। এছাড়া এই রুলস এর অধীনে ডিম যুক্ত প্রজনন সক্ষম রুই, কাতলা, মৃগেল, চিতল ইত্যাদি মাছ  সরকারি জলাশয়, বিল, ফিশারি নদীতে খাবার উদ্দেশে অথবা বিক্রির উদ্দেশ্যে ধরাও নিষিদ্ধ থাকছে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জেলাবাসীকে জেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে।

হাইলাকান্দিতেও সরকারি মীন মহালে প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ
Spread the News
error: Content is protected !!