লক্ষীপুরে উন্নয়নের অগ্রগতি পরিদর্শনে উচ্চপর্যায়ের দল
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : লক্ষীপুর উন্নয়ন খণ্ডের সার্বিক অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে সোমবার এক উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল লক্ষীপুর পরিদর্শন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব অতুলকুমার সিং ও বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পরিচালক আমোল মাধুকর কেটের নেতৃত্বে এই দলটি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সরেজমিনে খতিয়ে দেখে। এসময় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত থেকে পরিদর্শনের সমন্বয় করেন। প্রধানমন্ত্রী পুরস্কার ২০২৪-এর পরিপ্রেক্ষিতে আকাঙ্ক্ষিত ব্লক কর্মসূচি (ABP)-র কার্যকারিতা যাচাইই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
শিক্ষা খাতে উন্নয়ন পর্যালোচনার অংশ হিসেবে দলটি নন্দনকানন টি গার্ডেন লোয়ার প্রাইমারি স্কুল ও বরথল টি গার্ডেন মডেল স্কুল পরিদর্শন করে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাঠামোগত অগ্রগতির বিষয়ে শিক্ষকমণ্ডলীর সঙ্গে সরাসরি আলোচনা করা হয়। চলতি বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর, তা বোঝার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গেও মতবিনিময় করা হয়।
স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন পর্যবেক্ষণের জন্য সরকারি উচ্চপর্যায়ের দলটি জিরিঘাট মডেল প্রাইমারি হেলথ সেন্টার এবং একটি ১০০ শয্যার জেলা হাসপাতালের নির্মাণস্থল পরিদর্শন করে। বিশেষ গুরুত্ব দেওয়া হয় চলতি মোবাইল মেডিকেল ভ্যান পরিষেবার ওপর, যা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসা কর্মী ও সুবিধাপ্রাপকদের সঙ্গে কথা বলে পরিষেবার কার্যকারিতা এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিশদ মূল্যায়ন করা হয়।

গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY-G)-এর উপকারভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। পাশাপাশি, সৌরশক্তি চালিত হাইব্রিড টিউবওয়েল এবং জল জীবন মিশন-এর আওতায় চলমান জল সরবরাহ প্রকল্পের মূল্যায়ন করা হয়। এসব প্রকল্প গ্রামীণ পরিকাঠামো ও জীবনমান উন্নয়নে কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা বিশদে পর্যবেক্ষণ করা হয়।
জীবিকা সংক্রান্ত উদ্যোগগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব পায় হমার অগ্রো অর্গানিক প্রোডিউসার কোম্পানি। এই সংস্থা জৈব চাষকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। প্রতিনিধিদল বাজার সম্প্রসারণ এবং টেকসই কৃষি উদ্যোগে সরকারি সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করে।

পরিকাঠামো উন্নয়নের আওতায় সমন্বিত জেলা আয়ুক্ত কার্যালয় -সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। নাগরিক পরিষেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে এই পরিকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিনিধি দল মত প্রকাশ করে।

এই পরিদর্শন, সরকারের সুস্পষ্ট প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে যে, আকাঙ্ক্ষিত ব্লক কর্মসূচির মাধ্যমে উন্নয়নকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর প্রশাসন। বিভিন্ন খাতে লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যা ভবিষ্যতে প্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে।