সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা হিজবুল্লাহর, নিহত চার
১৪ অক্টোবর : ইজরায়েলি সেনা যে ক্রমাগত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল তারই পাল্টা দিল হিজবুল্লা। ইজরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। হামলায় চার ইজরায়েলি সেনার মৃত্যুর খবর মিলেছে। লেবাননের ইরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গত ২৩ সেপ্টেম্বরের পর ফের ইজরায়েলে হামলা চালালো হিজবুল্লা গোষ্ঠী। জানা গিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি সেনার নির্বিচার হামলার জবাব দিতেই হাইফার বেনইয়ামিনায় ইজরায়েলি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লা গোষ্ঠী। এই এলাকাটি ইজরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যদিও পরবর্তী সময়ে ইজরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ৬৭ জন সেনা। এতে ‘যুদ্ধ’ পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে।
আইডিএফ-এর তরফে বলা হয়েছে, হাইফার নিকটবর্তী বিনহাইমিয়ার ট্রেনিং ক্যাম্পে ড্রোন হামলা করেছে হিজবুল্লা। এই ঘটনায় ৪ জওয়ানের মৃত্যু হয়েছে। এই হামলার পর ইজরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লা গোষ্ঠী। তাদের স্পষ্ট বার্তা, এই ড্রোন হামলা কিছুই নয়। আইডিএফ যদি লেবাননে হামলা না থামায় তাহলে এর থেকে আরও কয়েকগুণ বেশি হামলার সাক্ষী থাকতে হবে ইজরায়েলকে। এই হামলা প্রসঙ্গে ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।
সূত্রের খবর, গত ৩০ ঘণ্টায় ইজরায়েলের একাধিক প্রান্তে তিনশোরও বেশি মিসাইল হামলা করেছে হিজবুল্লা। শনিবার থেকে লাগাতার আকাশপথে আক্রমণ চালিয়ে ইজরায়েলি সেনার বিভিন্ন ডেরা ধ্বংস করে দেওয়া হয়েছে। রকেট লঞ্চার, কম্যান্ড পোস্ট-সহ একাধিক জায়গায় হামলা চালিয়ে বিপুল অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লা গোষ্ঠী। একাধিক সেনা গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক।