ইজরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে হেজবোল্লা
৪ আগস্ট : ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ বহুদিন ধরেই চলছিল। এবার ইজরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা। ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ে হত্যার পরই উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। শনিবার ইজরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হেজবোল্লা। সূত্রের খবর, এই গোষ্ঠীকে সহায়তা করছে ইরান। তবে শুধু রকেট হামলাই নয়, আগামী দিনে আরও বড় হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ইজরায়েলে হেজবোল্লার রকেট হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। হামলার দায় স্বীকার করেছে হেজবোল্লা। যদিও প্রাণহানির কথা স্বীকার করেন ইজরায়েল। তাদের দাবি, অত্যাধুনিক ডোম সিস্টেমের মাধ্যমে হেজবোল্লার ছোড়া অধিকাংশ রকেট মাটি ছোঁয়ার আগেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হেজবোল্লার তরফে হামলার কারণ হিসাবে হানিয়ে হত্যার কথা বলা হয়নি। সম্প্রতি লেবাননের দুই গ্রামে ইজরায়েলের রকেট হামলা এবং হেজবোল্লার সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যার বদলা নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলির যেভাবে সংঘাত বাড়ছে তাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা।
হানিয়ে হত্যার পরই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান (Iran)। এদিকে যে কোনও মুহূর্তে ইরান বদলা নিতে পারে এই আশঙ্কায় পশ্চিম এশিয়ায় বিশাল সেনা মোতায়েন করেছে আমেরিকা। যদিও এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে সংযত থাকতে বলেছেন। তাঁর আশা, প্রতিশোধ নিতে গিয়ে করে পশ্চিম এশিয়ার শান্তি বিঘ্নিত করবে না ইরান। তবে বাইডনের কথায় ইরান কর্ণপাত করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ছবি প্রতীকী।