জিরিঘাটে ইয়াবা, ধলাইয়ে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত ২

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : জিরিঘাটে যাত্রীবাহী গাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল লক্ষীপুর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে ইম্ফল থেকে আসা এএস ১১ সিসি ৪৫৭৪ নম্বরে ক্রুজার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট। গাড়ির সামনের বনেট থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মইদুল হোসেন লস্কর (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি বাঁশকান্দি তৃতীয় খণ্ডে।

জিরিঘাটে ইয়াবা, ধলাইয়ে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত ২
ইসলামাবাদের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার এক ব্যক্তি।

এ দিকে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে ধলাই থানার অধীন ইসলামাবাদ গ্রামে সরিফ উদ্দিনের দোকানে বিশেষ অভিযান চালানো হয়। দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ০.৪২ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি সরিফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জিরিঘাটে ইয়াবা, ধলাইয়ে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত ২

Author

Spread the News