সোনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : সোনাইয়ে একটি দুর্ঘটনাগ্রস্ত হোন্ডাই আই১০ মডেলের ব্যক্তিগত গাড়ি থেকে হেরোইন উদ্ধার হল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক পাচারকারীদের নিজেদের মধ্যে বিরোধের কারণে এক পক্ষ অপরপক্ষকে তাড়া করলে দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ব্যক্তিগত বাহনটি।

সোনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ঘটনাটি সংঘটিত হয় শনিবার বিকেল সাড়ে তিনটের দিকে সোনাই থানার অন্তর্গত কাজিডহর দ্বিতীয় খণ্ড এলাকায়। এএস-১১-জে-০২৪৫ নম্বরের একটি দ্রুত গতির ব্যক্তিগত বাহন  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা এই ঘটনার খবর দিলে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর পুলিশ গাড়িটি পুকুর থেকে উদ্ধার করে এবং তল্লাশি শুরু করে। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে দু’টি প্লাস্টিকের সাবানের কোটা পাওয়া যায়, যার মধ্যে সন্দেহজনক হেরোইন ছিল। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া মেনে হেরোইনগুলো বাজেয়াপ্ত করে পুলিশ।

সোনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ২৩.৮৩ গ্রাম। দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা দু’টি মাদক পাচারকারী দলের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বের কারণে এক পক্ষ অপরপক্ষকে তাড়া করার সময়ই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Spread the News
error: Content is protected !!