সাইবার অপরাধের ক্ষেত্রে হেল্প লাইন ১৯৩০ নম্বরে জানানোর আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : সাইবার অপরাধের শিকার হলে হেল্পলাইন ১৯৩০ অথবা www.cybercrime.gov.in -এ রিপোর্ট করতে হাইলাকান্দিতে মঙ্গলবার অনুষ্ঠিত এক সচেতনতামূলক সভায় আহ্বান জানানো হয়েছে। হাইলাকান্দির জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার নিরাপদ ইন্টারনেট ব্যবহারের দিবস ১১ ফেব্রুয়ারি দিনটি পালন উপলক্ষে আয়োজিত এক সচেতনতা মূলক সভায় সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এতে ডিস্ট্রিক্ট ইনফরমেটিক অফিসার মনসুর আক্তার বড়ভূইয়া ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল কাজকর্ম, লেনদেন ইত্যাদির ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ থেকে বাঁচতে জেনুইন সফটওয়্যার ব্যবহার করতে পরামর্শ দেন। বলেন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে ভাইরাস সংক্রমণ হতে পারে।
এছাড়া ডিজিটাল ডিভাইসগুলি ব্যবহারের ক্ষেত্রে হিউম্যান নেগলিজেন্স এর ফলে ফ্রডালেন্ট একটিভিটি গুলির সুযোগ থেকে যায়। তাই ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ডিভাইসের পাসওয়ার্ড গুলি ১২ ডিজিটের এবং বিভিন্ন ডিভাইসের পাসওয়ার্ড বিভিন্ন বর্ণ, সংখ্যায় রাখার পরামর্শও দেওয়া হয় সভায়। এছাড়া সভায় ইন্টারনেটকে অস্ত্র হিসাবে ব্যবহার করে সাইবার প্রতারণার জাল বিস্তার করার চিত্রও তুলে ধরা হয়। কোন কোন সময় লোভনীয় অফারের মেসেজ যেমন ক্যাশব্যাক, রিওয়ার্ড, প্রাইজ উইনিং ইত্যাদি সম্পর্কেও সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়। এছাড়া কোন ক্রিটিক্যাল পার্সোনাল ডাটা সংক্রান্ত অজানা লিংকে ক্লিক না করতেও সতর্ক করে দেওয়া হয় সচেতনতা মূলক সভায়।

এছাড়া সভায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই এর মাধ্যমে কারও কণ্ঠস্বর অনুকরণ করে সাইবার প্রতারণার বিপদ আসতে পারে বলে জানানো হয়। এডিসি রক্তিম বরুয়ার পরিচালনায় জেলার সিএসসি কেন্দ্র গুলির ম্যানেজার, অপারেটর এবং জেলা প্রশাসনের কর্মচারীরা এই সচেতনতা সভায় অংশ নেন।