ভারি বৃষ্টি, বৈষ্ণো দেবী যাত্রা পথে ভূমিধসে মৃত্যু ৩১ জনের
২৭ আগস্ট : জম্মু ও কাশ্মীর ভয়াবহ বৃষ্টির কারণে বিপর্যস্ত। ভূমিধস, আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত মাতা বৈষ্ণো দেবী যাত্রা পথে একটি বড় ভূমিধসে মৃত্যু ঘটল ৩১ জনের এবং ২৩ জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভারি বৃষ্টির মধ্যে কাটরা এলাকায় মাতা বৈষ্ণো দেবী যাত্রা পথে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
উদ্ধারকারী দলগুলি এখনও উদ্ধার কাজ চালাচ্ছে। জম্মু ও কাশ্মীর জুড়ে লাগাতার বৃষ্টি আকস্মিক বন্যা এবং ভূমিধস সৃষ্টি করেছে। এর ফলে সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ লাইন ও মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১-৩০ থেকে বিকাল ৫-৩০ পর্যন্ত জম্মুতে ২২ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মধ্যরাতের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।
একইদিনে মঙ্গলবার দুপুরে বৈষ্ণো দেবীর মন্দিরের পথে আরও একটি ভূমিধসে ৯ জন নিহত এবং ২১ জন আহত হয়েছিলেন। ত্রিকুটা পাহাড়ে মন্দিরে যাওয়ার পথ এই ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।