ভারি বৃষ্টি : কৃত্রিম বন্যায় ভাসছে রি-ভোই, স্কুলের ভেতরে জল

বরাক তরঙ্গ, ২১ মে : মঙ্গলবার রাতে ভারি ও অবিরাম বৃষ্টির কারণে রি-ভোইর বিভিন্ন অঞ্চলে এবং বাইরনিহাটের আশেপাশে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে।

বৃষ্টির জল আবাসিক এলাকায়, বাড়ি এবং স্কুলে প্রবেশ করেছে, রাস্তা সম্পূর্ণরূপে ডুবে গেছে এবং চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

বাইরনিহাটের সেন্ট জুড হায়ার সেকেন্ডারি স্কুলকে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে, কারণ বন্যার জল শুধু স্কুলের প্রাঙ্গণই পূর্ণ করেনি, বরং শ্রেণিকক্ষে প্রবেশ করেছে।

এই ধরনের কৃত্রিম বন্যা গ্রামের জন্য নতুন নয়, কারণ আগের বছরগুলোতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। পরিস্থিতি বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য অসুবিধা সৃষ্টি করছে, যাদের অনেকেই কাজের জন্য বা দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য বাড়ি থেকে বের হতে পারছেন না।

গত বছর, স্থানীয় বিধায়ক সোস্টেনেস সোহতুন পরিষ্কার এবং নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য সহায়তা করেছিলেন। তবে, বর্তমান পরিস্থিতি দেখায় যে, সেই প্রচেষ্টার পরও, গ্রামটি জমাজলের সমস্যায় ভুগছে।
ছবি সৌজন্যে Highland post.

ভারি বৃষ্টি : কৃত্রিম বন্যায় ভাসছে রি-ভোই, স্কুলের ভেতরে জল
Spread the News
error: Content is protected !!