পানীয়জলের হাহাকার মন্দির দিঘীরপারে, শিলচর পিএইচই কার্যালয় ঘেরাও, উত্তপ্ত পরিস্থিতি
বরাক তরঙ্গ, ১১ মার্চ : ২-৩ বছর ধরে বিশুদ্ধ পানীয়জল পরিসেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপার এলাকার মন্দির দিঘীরপারের জনগণ। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও তাঁদের সমস্যার সুরাহা হয়নি। ফলে এলাকার ক্ষুব্ধ জনগণ অসহায় হয়ে বিষয়টি শিলচর কংগ্রেসের কাছে তুলে ধরলে, মঙ্গলবার কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোডে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল ১ কার্যালয় ঘেরাও করেন। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলে কার্যালয়ে কর্মীদের অনুপস্থিতিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করেও কার্যালয়ের কাউকে সামনে পায়নি তাঁরা। দুপুর ১টা নাগাদ বিভাগের সাইড ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ উনার কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠেন। এতে পরিস্থিতি আরোও জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এদিকে, স্থানীয়দের চাপে পড়ে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শীঘ্রই পানীয়জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন।এর আগে মন্দির দিঘীরপারের মহিলারা তাঁদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় মহিলারা জানান, বিশুদ্ধ পানীয় জলের অভাবে তাঁদের দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।পিএইচইর পাইপ লাইন থেকে নিত্যদিন তাঁদের কালো দুর্গন্ধযুক্ত জল পান করে দিন কাটাতে হচ্ছে। ফলে শিশু সহ এলাকার প্রবীণ নাগরিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনলেও তিনি স্থানীয়দের কথায় সাড়া দেননি বলে অভিযোগ মহিলাদের। এদিন কালো দুর্গন্ধযুক্ত জল বোতলে নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন তাঁরা। শাসক দলের তীব্র সমালোচনা করে আগামীতে বিধায়ককে বিলপার এলাকায় প্রবেশ করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।