চুরাইবাড়িতে লিগেল সার্ভিস ও সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে স্বাস্থ্য শিবির
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : চুরাইবাড়িতে লিগেল সার্ভিস ও সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথোরিটি ও বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার যৌথ ব্যবস্থাপনায় অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি দোবাগে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
সংস্থার ইন্টারস্টেট কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। মোট ১২০ জন লোক চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শুধু চিকিৎসাসেবা নয়, এদিন স্বাস্থ্য শিবিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়। সেখানে আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথোরিটির সেক্রেটারি নিকুঞ্জ বড়ো, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুশ্রী বণিক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাকারিয়া আহমেদ এবং সমাজসেবক এইচএম আমির হোসেন।
শিবিরের কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে লিগেল সার্ভিস অথোরিটির আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বিলয় দেবের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেন অনির্বাণ দাস, নাসিবুর রহমান, শঙ্করী রায়, কে এ সাজিরা ইয়াসমিন, মতিলাল গৌড় ও শচিন্দ্র সিনহা।

এছাড়াও এই উদ্যোগকে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওমনিসিয়েন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ নাগাহরটিং পুংশক, সমাজকর্মী আব্দুল রৌফ, রৌশনি খানম, আব্দুল মনাফ, হামিদ হোসেন, ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম, তাজ উদ্দিন, রেজাউল আহমেদসহ আরও অনেকে।

দিনব্যাপী এই স্বাস্থ্য শিবির সর্বধর্ম সমন্বয় সভার সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেনের ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে সমাজের প্রত্যেক মানুষ স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়।”