মেডিক্যাল কলেজের কাজকর্ম খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বরাক সফরে দ্বিতীয় দিনে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। শুক্রবার সকালে মন্ত্রী অশোক সিংহল মেডিক্যালে পৌঁছে কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন। এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করার পর কলেজের অধ্যক্ষ সহ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন।

এ দিন স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থা দেখতে ওয়ার্ডে গিয়ে রোগী দেখেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ বিভাগীয় আধিকারিকরা।

