কেএসকে বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবির সম্পন্ন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : শিলচর সংলগ্ন বুধুরাইল স্থিত কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের বিশেষ উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। রবিবার প্রতিকূল আবহাওয়ার উপেক্ষা করে বেলা এগারোটা থেকে প্রায় দুইশো জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা সহ শিশু শিবিরে উপস্থিত হন। এদিন চিকিৎসক হিসেবে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ বিশ্বরূপ দেব, ইএনটি বিভাগের বিশেষজ্ঞ ডাঃ জুরি শর্মা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পুণাল নাথ, ডাঃ কৌশিক চৌধুরী প্রমূখেরা সবাই নিজ-নিজ বক্তব্যে সবাই কেশব শোভা কুটি বিদ্যামন্দিরের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং সেইসঙ্গে উপস্থিত রোগীদের নিজ স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার জন্য পরামর্শ দেন।

এদিন সহযোগীতায় ছিলেন প্রধান শিক্ষিকা কানন দাস চৌধুরী, পরিমল দাস, অনামিকা দাস চৌধুরী, দিয়া দাস, মেঘা দাস, চুমকি দাস, জালাল উদ্দিন লস্কর, দীপক রায়, হুসেন আলি লস্কর, কামরুল হুসেন চৌধুরী সহ অন্যান্যরা।

কেএসকে বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবির সম্পন্ন
কেএসকে বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবির সম্পন্ন

Author

Spread the News