প্রধানশিক্ষক দীপককুমার ধুবি প্রয়াত, শোক
কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : পয়লাপুল নেহরু কলেজ সংলগ্ন উড়াবিল গ্রামের বাসিন্দা তথা লাবকপার ১৩৩৯ নম্বর এলপি স্কুলের প্রধানশিক্ষক দীপককুমার ধুবি আর নেই। বয়স হয়েছিল ৫২ বছর। শুক্রবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত শনিবার থেকে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন বাবা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা।
শিক্ষক দীপক ধুবির অকাল প্রয়ানে মর্মাহত পরিচিত মহল। তিনি লক্ষীপুর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সাধারণ সম্পাদক পদে ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রাথমিক শিক্ষক সংস্থার নেতৃবৃন্দ এবং লক্ষীপুর শিক্ষা খণ্ডের বিইইও লালনপুই তুলর।