আসাম বিশ্ববিদ্যালয়ের এনএসএস শিবিরে “হরিৎ যোগ” নিরাময়ের
পৃথিবী দিবসে আয়ুষমন্ত্রক আইওয়াইএ-র উদ্যোগ____
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : “হরিৎ যোগ” উদযাপন করল শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থান। আয়ুষমন্ত্রক ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের কর্মসূচি অনুযায়ী ২২ এপ্রিল পৃথিবী দিবসে চাতলা, বৈরাগিটিলায় আসাম বিশ্ববিদ্যালয় এনএসএস শিবিরে এই বিশেষ দিনে অনুশীলন পর্ব পরিচালনা করেন নিরাময়ের ট্রেনার, মাস্টার ট্রেনাররা। মুদ্রা প্রাণায়াম, আসন, বিশেষ ধ্যান অভ্যাস করেন এনএসএস স্বেচ্ছাসেবকরা। পরে সমবেতভাবে আয়ুর্বেদিক গাছের চারা রোপণ করা হয়। বিভিন্ন যোগ প্রক্রিয়ার অভ্যাস, আলোচনা ও গাছের চারা রোপণের মধ্য দিয়ে কার্যত পৃথিবী ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রশিক্ষার্থীরা।

প্রসঙ্গত, নিরাময় যোগ শিক্ষা সংস্থান ভারত সরকারের যোগ সার্টিফিকেশন বোর্ড ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন-এর অনুমোদিত। তাছাড়া, পরমানন্দ ইনস্টিটিউট অব যোগ সায়েন্স অ্যান্ড রিসার্চ-এর গুরু পরম্পরার স্বীকৃতি রয়েছে নিরাময়-এর। ফলে যোগ শিক্ষাকে ছড়িয়ে দিতে নিয়মিত কর্মসূসূচি চলে এই যোগ সংস্থানের। প্রসঙ্গত, ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসেবে এবছরের ৮ মার্চ “যোগ চেতনা মহোৎসব” চলছে। শেষ হবে ২১ জুন। এই সময়ের মধ্যে সচেতনতা অনুষ্ঠান, কর্মশালা, বিশেষ সেশন এ সব নিয়ে যোগ বিষয়ক শতাধিক কর্মসূচির অঙ্গীকার রয়েছে নিরাময়ের।
