হারাং সেতু : উচ্চ পর্যায়ের তদন্তের দাবি স্বার্থ সুরক্ষা পরিষদের

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুন : হারাঙ সেতুর সাম্প্রতিক মেরামতের কাজ ত্রুটিপূর্ণ ছিল কি না এবং ওভারলোডেড যান পার হবার জন্য কি বুধবার ভোর রাতে এই সেতু ভাঙলো সে সকল বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি হারাণ দে এই সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে এক ই-মেল পাঠিয়ে বরাকের এই শিলচর -কালাইন বিকল্প সড়ক বন্ধ করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত ক্রমে শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, সেতুটির মেরামতের সময় নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এবং সর্বোপরি সেতুটি দিয়ে নির্দ্ধারিত ওজনের চেয়ে অধিক ওজনের যান পার করানোর অভিযোগ রয়েছে।

হারাং সেতু : উচ্চ পর্যায়ের তদন্তের দাবি স্বার্থ সুরক্ষা পরিষদের
Spread the News
error: Content is protected !!