সুপ্রাকান্দিতে বাস-লরি সংঘর্ষে নিহত হানিফ চৌধুরীর মরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : সুপ্রাকান্দিতে বাস ও কন্টেনার লরির সংঘর্ষে নিহত বাসচালক হানিফ চৌধুরীর মরদেহ কটামণির নিজ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। শনিবার রাতে তার মরদেহ বাড়িতে পৌঁছলে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
হানিফ চৌধুরীকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমান শত শত মানুষ। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে আগুনিত মানুষ তার বাসভবনে এসে সমবেদনা জানান এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ঈদের প্রাক্কালে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে আসে নিস্তব্ধতা ও শোকের আবহ।
