কেরলে হাড়হিম করা ঘটনা! খুন ৫
২৫ ফেব্রুয়ারি : কেরলে হাড়হিম করা হত্যাকাণ্ড। মা, প্রেমিকা, ভাই, দিদা, মামা ও মামিকে হত্যার চেষ্টা করে তিরুঅনন্তপুরম থানায় এসে আত্মসমর্পণ করলেন ২৩ বছরের আফান নামের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের যে ছয় জনের উপর হামলা চালান যুবক, তাদের মধ্যে পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।
একমাত্র আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বেশ কয়েক ঘণ্টা ধরে তিনটি আলাদা জায়গায় হত্যাকাণ্ডে চালানো হয়।
