ভাগাবাজারে হজযাত্রী সংবর্ধনা ও দোয়া মহফিল

বরাক তরঙ্গ, ৭ মে : ধলাই অঞ্চলের হজযাত্রীদের সংবর্ধনা ও দোয়া মহফিলের আয়োজন করে ভাগাবাজার জামে মসজিদ কমিটি ও ইসলামি উৎসব উদযাপন মঞ্চ। রবিবার ভাগা বাজার জামে মসজিদে ইমাম মওলানা আফজাল হোসেন লস্করের সভাপতিত্ব সভায় ৭২ জন হজযাত্রীকে সংবর্ধনা জানানো হয়। গামছা, আতর, তকি ইত্যাদি উপহার তুলে দেন ভাগা বাজার জামে মসজিদ কমিটি ও ইসলামি উৎসব উদযাপন মঞ্চের কর্মকর্তা। সভায় হজ প্রশিক্ষক মওলানা হোসেন আহমদ হজ প্রশিক্ষণের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, হজ হল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে নির্দিষ্ট নিয়ম পালনের নাম।

ভাগাবাজারে হজযাত্রী সংবর্ধনা ও দোয়া মহফিল

সভায় প্রজেক্টারের মাধ্যমে হজ বিষয়ক সচিত্র বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসনের হজ শাখার সিনিয়র অ্যাসিস্টেন্ট সামসুল হক লস্কর। বক্তব্যে সকল হজযাত্রীদের দেশ ও সমাজের মঙ্গলের জন্য দোয়া প্রার্থনার আবেদন রাখেন শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান জালাল আহমেদ মজুমদার, সোনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী প্রমুখ। সভা শেষে হজ যাত্রীদের নিয়ে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

ভাগাবাজারে হজযাত্রী সংবর্ধনা ও দোয়া মহফিল

এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের হজ শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র অ্যাসিস্টেন্ট মিলন উদ্দিন লস্কর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা হজ কমিটির সদস্য আক্তার হোসেন মজুমদার, হজ স্বেচ্ছাসেবী আমির হোসেন লস্কর প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন মহিলা হজযাত্রীও উপস্থিত ছিলেন।

Author

Spread the News