হজের আবেদনের সময়সীমা বাড়ল আরও এক সপ্তাহ
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : ২০২৬ সালের হজের অনলাইন আবেদন জমা করার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হল। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে জানিয়েছেন আগ্রহী হজযাত্রীরা আগামী ৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন। এর আগে ৩১ জুলাই আবেদন জমার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল।
এদিকে, কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন জমা করে প্রয়োজনীয় নথিপত্র সহ হার্ডকপি কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের হজ শাখায় জমার অনুরোধ জানিয়েছেন জেলার আগ্রহী হজযাত্রীদের।