চার্জসিট জমা দেওয়ার ছয় মাসের মধ্যে হাইলাকান্দিতে জোড়া খুনের রায়দান
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : চার্জসিট জমা দেওয়ার ছয় মাসের মধ্যে হাইলাকান্দিতে জোড়া খুনের রায়দান আদালতের। দুই নাবালক খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায়দান দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রাজজের আদালত। কাটলিছড়া থানার আওতাধীন কাটানালায় দুই নাবালককে খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার চার্জসিটের ৬ মাসের মধ্যে শনিবার আইপিসি ৩০২ ধারা মতে অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ মাহমুদ হুসেন বড়ভূইয়া। এছাড়া অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ডে দণ্ডিত করেন। খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচলক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিএলএসএ মারফতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর কাটলিছড়া থানার আওতাধীন কাটানালায় জঙ্গলে বাঁশের করুল তুলতে যায় ১২ বছেরর সঞ্জয় রায় ত্রিপুরা এবং ৭ বছরের ধনঞ্জয় ত্রিপুরা নামে দুই নাবালক। কুচিরায় ত্রিপুরা শক্ত কাঠ দিয়ে দুই নাবালককে মাথায় আঘাত করে খুন করে। পরে বিষয়টি অন্য মোড় দিতে লাশ দু’টি রাতে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়।
এরপর কাটলিছড়া থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেন কাটানালার ভূলঞ্জয় ত্রিপুরা। মামলা নং-১৫২/২০২৩। মামলায় পাবলিক প্রসিকিউটর হিসাবে ছিলেন আইনজীবী শান্তনু শর্মা। আদালতে ন্যায় পেয়েছেন বলে জানান খুন হওয়া নাবালকের মা এবং বাবা। তাঁরা আইনজীবী শান্তনু শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। মামলায় পুলিশ এবং আদালতের কাছে চাঞ্চল্যকর বয়ান দেন খুনের মামলায় অভিযুক্ত কুচিরায় ত্রিপুরার ছেলে সন্তোষ রায় ত্রিপুরা। তাঁর বাবা দুই নাবালককে খুন করেছেন বলে পুলিশ এবং আদালতে বয়ান দেন তিনি।