ব্যাপক হারে ভোটদানের আহ্বান হাইলাকান্দি জেলা আয়ুক্ত গৌতমের
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনের দিন শান্তিপূর্ণ ভাবে ব্যাপক হারে ভোটদান করতে হাইলাকান্দি জেলার ভোটাদের আহ্বান জানালেন হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম। তিনি জেলায় নির্বিঘ্নে ভোটপর্ব সম্পন্ন করতে জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। বলেন, আগামী ২৬ এপ্রিল শুক্রবার করিমগঞ্জ সংসদীয় আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া প্রতিজন ভোটদাতাকে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি অনুরোধ জানান।
হাইলাকান্দি জেলা প্রশাসন এক সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। এই নির্বাচন কে সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রতিটি নির্বাচনী সেল, পুলিশ ও আধাসামরিক বাহিনী তৎপর রয়েছেন।