হাফলং-শিলচর জাতীয় সড়কে যানজট সমস্যা, যাত্রী দুর্ভোগ চরমে

পিএনসি, হাফলং।
বরাক তরঙ্গ, ২৩ মে : কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিশেষ করে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের হাফলং -হারাঙ্গাজাও অংশের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে। এতে যাত্রী দুর্ভোগ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে। সড়কটির এই অংশে পুকুরসম গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যানজট সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে আটকে পড়ছে পণ্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি, বিশাল আকারের ট্রাক। ঘণ্টার পর ঘণ্টাব্যপী এসব গাড়ি রাস্তার দু’পাশে যেন আটক হয়ে পড়েছে। 

বদরপুর ঘাটে গ্যামন সেতু মেরামতের জন্য বন্ধ হবার  ফলস্বরূপ হাফলং-শিলচর জাতীয় সড়কের উপর যানবাহন চলাচলের চাপ বেড়ে চলেছে। রাত পোহাতে না পোহাতেই সড়কটির ওপর দিয়ে শত শত গাড়ি চলাচল শুরু হয়ে যায়।  এতে কঙ্কালসার সড়কটির পাশে ফাঁসছে অসংখ্য গাড়ি। যাত্রীদের ও করার কিছু নেই। অনাহারে অর্ধাহারে বসে থেকে সব বেদনা সহ্য করতে হচ্ছে। নতুন কিছু নয়, যুগাধিককাল ধরে এমন দুর্ভোগের শিকার হচ্ছেন যাএীরা। তবুও প্রশাসন তথা বিভাগীয় কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না।  বর্ষার মরশুমে সড়কটির চিত্র কী হতে পারে সেটা সহজেই অনুমেয়।

হাফলং-শিলচর জাতীয় সড়কে যানজট সমস্যা, যাত্রী দুর্ভোগ চরমে
Spread the News
error: Content is protected !!