ধসপ্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির (ত্রাণ) আগে থেকে চিহ্নিত করার নির্দেশ
পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২৩ মে : বন্যা এবং বর্ষা মরশুমের কথা মাথায় রেখে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) বৃহস্পতিবার রাজ্যের সমস্ত ভূমি ধসপ্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির (ত্রাণ) আগে থেকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। বন্যার সময় ভূমি ধসের ঝুঁকিতে থাকা মানুষের জন্য এবং রাজ্যে ভূমিধসের যেকোনও ঘটনার কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করে প্রাণহানির সম্ভাবনা কমাতে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা জারি করেছে।
রাজ্যের ভূমিধস প্রবণ জেলাগুলি যথা কাছাড়, ডিমা হাসাও, হাইলাকান্দি, কামরূপ, কামরুপ (মেট্রো), কার্বি আংলং, শ্রীভূমি এবং পশ্চিম কার্বি আংলং। জেলাগুলিকে সংশ্লিষ্ট জেলাগুলিতে ভূমিধসপ্রবণ এলাকাগুলি আগে থেকেই চিহ্নিত করতে এবং কোনও ভূমিধসের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলিতে (ত্রাণ শিবির) অবহিত করতে বলা হয়েছে।
এছাড়া ব্যাপক প্রচারের মাধ্যমে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। ব্যাপক প্রচার করা হলে ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পেতে এবং সেই নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত হতে সক্ষম হবে।

গত তিন বছরে হতাহতের ঘটনা বিবেচনা করে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আধিকারিক জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠী বলেন, কাছাড়, ডিমা হাসাও, কামরূপ মেট্রো এবং শ্রীভূমির মতো ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী সকল মানুষের নিজেদেরই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত। তিনি বলেন, বৃষ্টির জন্য তাদের পছন্দের নিরাপদ স্থানে নিয়ে গেলে তাদের দুর্ভোগ কমবে।